17th NTRCA Exam Question Solution. 17th NTRCA Exam Question Solution 2022 has been published. Today was the 17th NTRCA Preliminary MCQ Exam held. In this context, today we have found the solution to the 17th NTRCA Preliminary exam questions. We always solve all the test questions. Hopefully, the examinees benefit a lot. Take a look at the questions and solutions of the 17th NTRCA Preliminary exam held today. Always stay with this website dailyhotjobs.com. See the solution below –
17th NTRCA Exam Question Solution finds on our website. You can all information on Govt job to get more find their website use. We trust that our distributing data helps the activity searchers find superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re-expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that permits joblessness to individuals. All the roles on this website aren’t for unemployed people but extensively utilized people too. All kinds of suggestions and question solutions for the various competitive exams are available here. 44th BCS Exam Question Solution 2022.
17th NTRCA Exam Question Solution
We believe that our publication info helps work seekers in the United Nations agency are finding a higher job. We tend to conjointly share trending resources for a beginner especially since the United Nations agency is re-increasing its information. Our main target becomes a fiduciary job circular website in an Asian country by publishing an actual update that helps the state folks. We tend to Publish all Jobs Circulars every day! like government Jobs in an Asian country, Bank Jobs in an Asian country, personal Jobs in an Asian country, International NGO Jobs in an Asian country, personal Company Jobs in an Asian country, personal University Jobs in an Asian country, and different jobs news supports are accessible here on our website. For other Exam Question Solution finds our website.
Important info:
- Organization Name: Non-Government Teachers Registration and Certification Authority
- Exam Type: MCQ
- MCQ Exam Date: 30 December 2022 (School Level)
- MCQ Exam Time: 10.00 PM to 11:00 PM
- Exam Date: 31 December 2022 (College Level)
- MCQ Exam Time: 10.00 PM to 11:00 PM
Below of 17th NTRCA MCQ Exam Question Image
Below of 17th NTRCA MCQ Exam Question Solution
বাংলা অংশের সমাধানঃ
১। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উত্তরঃ ‘চ’ ধ্বনি
২। বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? উত্তরঃ শব্দমূল
৩। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য? উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া পদের রূপগত ভিন্নতায়
৪। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? উত্তরঃ কমা
৫। ‘প্রথিত’ শব্দের অর্থ কী? উত্তরঃ বিখ্যাত
৬। ‘পত্রপাঠ্য’ বাগধারাটির অর্থ কী? উত্তরঃ অবিলম্ব
৭। কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ উপর্যুক্ত
৮। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন? উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়
৯। ন-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ পূর্বাহ্ণ
১০। “Look before you leap”- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? উত্তরঃ দেখে পথ চলো, বুঝে কথা বলো।
১১। ‘Invoice’ এর বাংলা পরিভাষিক রূপ কোনটি? উত্তরঃ চালান
১২। ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ? উত্তরঃ প্রতি + আবর্তন
১৩। সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়? উত্তরঃ তালব্য
১৪। ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে ৭মী বিভক্তি
১৫। “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” – বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ নিমিত্তার্থে ষষ্ঠী
১৬। ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি? উত্তরঃ অন্যকাল
১৭। ‘মুজিববর্ষ’ কোন সমাস? উত্তরঃ কর্মধারয় সমাস
১৮। ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তরঃ √মুচ্+ক্তি
১৯। পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ অবনী
২০। ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ সিংহদার
২১। ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে? উত্তরঃ ত্বরিৎকর্মা
২২। ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি? উত্তরঃ বক্তব্য
২৩। ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তরঃ √শ্রু +অন
২৪। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তরঃ সৎমা
২৫। ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তরঃ রজকী [রজকিনী ও সঠিক, রজকী অপশনে আগে আছে তাই এটি সঠিক ধরা হয়েছে।]
ইংরেজি অংশের সমাধানঃ
২৬। If I had tried again – উত্তরঃ B) I could have solved the problem
২৭। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তরঃ D) Nowadays women are playing important role in all spheres of life.
২৮। I fancy I (turn) a trifle pale. উত্তরঃ A) turned
২৯। He fell __ a trap. উত্তরঃ C) into
৩০। I would rather die- উত্তরঃ B) than beg
৩১। The prince has no ambition __ the throne. উত্তরঃ D) for
৩২। Which is the noun of the word wise? উত্তরঃ B) wisdom
৩৩। Ups and downs means- উত্তরঃ D) rise and fall
৩৪। The verb form of ‘strong’ is- উত্তরঃ C) strengthen
৩৫। — best companions in life. উত্তরঃ A) Books are men’s
৩৬। তিনি সৎ লোক ছিলেন, তাই না? উত্তরঃ D) He was an honest man, wasn’t he?
৩৭। The synonym of ‘incredible’ is—উত্তরঃ A) unbelievable
৩৮। The antonym of ‘Honorary’ is — উত্তরঃ C) salaried
৩৯। ‘To end in smoke’ means — উত্তরঃ C) to come to nothing
৪০। Kalam is as strong as Salam. (Comparative) উত্তরঃ A) Salam is not stronger than Kalam
৪১। The synonym of ‘Prudent’ is — উত্তরঃ B) insightful
৪২। Without working hard, you can not succeed. উত্তরঃ B) Work hard or you can not succeed.
৪৩। Over-flooding is one of the worst problems in our country. (Positive) – উত্তরঃ C) Very few problems in our country are as bad as over-flooding.
৪৪। What cannot be cured must be endured. (Active) উত্তরঃ C) We must endure what we can not cure.
৪৫। Let us love our country. (Simple) উত্তরঃ B) We should love our country
৪৬। Noun form of the word ‘comfortable’ is — উত্তরঃ B) comfort
৪৭। I look forward to (receive) a letter from you. উত্তরঃ A) Receiving
৪৮। He is so dull that — উত্তরঃ C) He can not understand anything
৪৯। I have left the room but he (entered) the room. উত্তরঃ D) is entering
৫০। The man is — his son’s fault. উত্তরঃ A) blind to
গণিত অংশের সমাধানঃ
৫১। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর? উত্তরঃ ৬ বছর
৫২। পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? উত্তরঃ ৩ মিনিট
৫৩। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে? উত্তরঃ
৫৪। ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে? উত্তরঃ
৫৫। ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? উত্তরঃ
৫৬। একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা? উত্তরঃ
৫৭। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? উত্তরঃ ৯ : ৪
৫৮। ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে? উত্তরঃ ২১০০ টাকা
৫৯। log3 3+ log4 2= কত? উত্তরঃ
৬০। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? উত্তরঃ
৬১। 3 5⁴ এর মান কত? উত্তরঃ
৬২। যদি a²+1a²=51হয়, তবে a-1a এর মান কত? উত্তরঃ
৬৩। যদি abx – 3 = bax – 5 হয়, তবে x এর মান কত? উত্তরঃ
৬৪। যদি x = yª, y =zb এবং z = xc হয়, তখন abc এর মান হয়- উত্তরঃ
৬৫। তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? উত্তরঃ
৬৬। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার? উত্তরঃ
৬৭। যদি 3m = 81 হয়, তবে m3= ? উত্তরঃ
৬৮। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4। কোনগুলোর মান হচ্ছে- উত্তরঃ
৬৯। যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? উত্তরঃ
৭০। 1 – a² + 2ab – b² এর উৎপাদক কোনটি? উত্তরঃ
৭১। 4x² – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? উত্তরঃ
৭২। ৭০º কোণের সম্পূরক কোণ কোনটি? উত্তরঃ
৭৩। ABCD চতুর্ভুজে AB ‖ CD, AC = BD এবং ∠A = 90º হলে, সঠিক চতুর্ভজ কোনটি? উত্তরঃ
৭৪। x3-1, x3+1, x4 + x2+1 এর ল.সা.গু. কত? উত্তরঃ
৭৫। 2n 2n-1 = কত? উত্তরঃ
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৭৬। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তরঃ মহেশখালী
৭৭। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে —উত্তরঃ মৌলভীবাজার
৭৮। ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন — উত্তরঃ আবুল বরকত
৭৯। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? উত্তরঃ যশোর
৮০। “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ” পুরস্কার ২০২০ লাভ করেন —উত্তরঃ আজিজুর রহমান
৮১। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় — উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
৮২। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? উত্তরঃ ২ টাকা
৮৩। চাকমা জনগোষ্ঠার লোকসংখ্যা সর্বাধিক কোথায়? উত্তরঃ রাঙামাটি জেলায়
৮৪। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে —। উত্তরঃ গাম্বিয়া
৮৫। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে —। উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ২০২২
৮৬। বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) এর সদস্য সংখ্যা– উত্তরঃ ১৬৪
৮৭। ‘কিয়েভ’ কোন দেশের রাজধানী? উত্তরঃ ইউক্রেন
৮৮। অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? উত্তরঃ নবম
৮৯। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী? উত্তরঃ ঋষি সুনাক
৯০। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ এশিয়া
৯১। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় সালে? উত্তরঃ ১৯৯৬ সালে
৯২। কচুশাক বিশষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো — উত্তরঃ লৌহ
৯৩। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে —- উত্তরঃ অঙ্কোলজি (অর্বুদবিজ্ঞান)
৯৪। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত — উত্তরঃ নাইরোবি
৯৫। শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় — উত্তরঃ দেহের বৃদ্ধির জন্য
৯৬। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফ্টওয়্যার এর নাম কী? উত্তরঃ আই সাইট
৯৭। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চেলে যায়? উত্তরঃ RAM
৯৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে —উত্তরঃ কোভিড-১৯
৯৯। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়? উত্তরঃ থাইরক্সিন
১০০। GIS-এর পূর্ণরূপ কোনটি? উত্তরঃ Geographic Information System
নোট:: সম্পূর্ণ সমাধানের কাজ চলিতেছে, একটু অপেক্ষা করুন, ধন্যবাদ …….।
17th NTRCA MCQ Question & Answer 2022
You get the 17th NTRCA Questions Solved on our website. We Publish all job Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Privet Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Privet companies in Bangladesh, Privet universities Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs results in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. For example next update about update jobs circular Notice. Please stay turn to my website Dailyhotjobs.com can be for the new govt job circular. Thank you for visiting my website.