17th NTRCA School Level 2 Exam Question Solution. 17th NTRCA School Level 2 Exam Question Solution 2022 has been published. Yesterday was the 17th NTRCA Preliminary School Leve MCQ Exam held. In this context, today we have found the solution to the 17th NTRCA Preliminary exam questions. We always solve all the test questions. Hopefully, the examinees benefit a lot. Take a look at the questions and solutions of the 17th NTRCA Preliminary school-level exam held today. Always stay with this website dailyhotjobs.com. See the solution below –
17th NTRCA Exam Question Solution finds on our website. You can all information on Govt job to get more find their website use. We trust that our distributing data helps the activity searchers find superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re-expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that permits joblessness to individuals. All the roles on this website aren’t for unemployed people but extensively utilized people too. All kinds of suggestions and question solutions for the various competitive exams are available here. See more 17th NTRCA School Level 1 Exam Question Solution 2022.
17th NTRCA School Level 2 Exam Question Solution
We believe that our publication info helps work seekers in the United Nations agency are finding a higher job. We tend to conjointly share trending resources for a beginner especially since the United Nations agency is re-increasing its information. Our main target becomes a fiduciary job circular website in an Asian country by publishing an actual update that helps the state folks. We tend to Publish all Jobs Circulars every day! like government Jobs in an Asian country, Bank Jobs in an Asian country, personal Jobs in an Asian country, International NGO Jobs in an Asian country, personal Company Jobs in an Asian country, personal University Jobs in an Asian country, and different jobs news supports are accessible here on our website. For other Exam Question Solution finds our website.
Important info:
- Organization Name: Non-Government Teachers Registration and Certification Authority
- Exam Type: MCQ
- MCQ Exam Date: 30 December 2022 (School Level)
- MCQ Exam Time: 10.00 PM to 11:00 PM
- Exam Date: 31 December 2022 (College Level)
- MCQ Exam Time: 10.00 PM to 11:00 PM
Below of 17th NTRCA School Level 2 MCQ Exam Question Image
Below of 17th NTRCA School Level 2 MCQ Exam Question Solution
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১। বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে? উত্তরঃ অস্ট্রালয়েড (অস্ট্রিক)
২। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী? উত্তরঃ শশাঙ্ক
৩। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরঃ খাজা নাজিম উদ্দীন
৪। বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে? উত্তরঃ ৭টি
৫। ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬। বাংলাদেশে VAT চালু হয় কত সালে? উত্তরঃ ১ জুলাই ১৯৯১
৭। ভাষা শহিদদের স্মরণে ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যটির ভাস্কর কে? উত্তরঃ মৃণাল হক
৮। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়? উত্তরঃ ১৭ই মার্চ ২০২০
৯। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা? উত্তরঃ সৌদি আরব
১০। প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল? উত্তরঃ চীনের উহানে
১১। বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? উত্তরঃ ৫৪টি
১২। NATO কবে গঠিত হয়েছিল? উত্তরঃ ১৯৪৯ সালে
১৩। পাটের জিনোম কে আবিষ্কার করেন? উত্তরঃ ড. মাকসুদুল আলম
১৪। বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে? উত্তরঃ ২০১০ সালে
১৫। ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’- কোন আন্দোলনের স্লোগান? উত্তরঃ বুদ্ধির মুক্তি আন্দোলন
১৬। SDG এর পূর্ণরূপ হলো- উত্তরঃ Sustainable Development Goals
১৭। আলুর একটি জাতের নাম- উত্তরঃ ডায়মন্ড
১৮। পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলে? উত্তরঃ ইকোলজি
১৯। বেক্সিট কার্যকর হয় কত তারিখে? উত্তরঃ ১ ফেব্রুয়ারি ২০২০
২০। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? উত্তরঃ আন্দিজ পর্বতমালা
২১। ২০২১ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো- উত্তরঃ নোম্যাডল্যান্ড
২২। কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়? উত্তরঃ ইয়েমেন
২৩। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার? উত্তরঃ লিটন দাস (১৭৫ রান)
২৪। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? উত্তরঃ ৮ মার্চ
২৫। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? উত্তরঃ টোকিও [জাপান]
গণিত অংশের সমাধানঃ
২৬। দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়? উত্তরঃ রেখা
২৭। 51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত? উত্তরঃ 43°
২৮। রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? উত্তরঃ 90°
২৯। ABC এর <A = x, <B = 2x এবং <C = 3x হলে, ত্রিভুজটি কি ত্রিভুজ? উত্তরঃ সমকোণী ত্রিভুজ
৩০। কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ঐ একই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? উত্তরঃ 12 দিন
৩১। দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত? উত্তরঃ ৭২
৩২। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? উত্তরঃ ৯ গুণ
৩৩। নিচের কোন শর্তে loga^ a = 1 হবে? উত্তরঃ a>0, a ≠ 1
৩৪। x2+5x+6 এবং x2+3x+2 এর গ.সা.গু 12 হলে, x এর মান- উত্তরঃ 10
৩৫। 1/2(x2) -3x+4 এর উৎপাদক কোনটি? উত্তরঃ 1/2 (x-4) (x-2)
৩৬। (x2+1)2=5×2 হলে x-1/x এর মান কোনটি? উত্তরঃ 1
৩৭। a/b+b/a=1 হলে, a3+b3 এর মান কোনটি? উত্তরঃ 0
৩৮। (√5)x +1=(3√5)2x-1 হলে, x = কত? উত্তরঃ 5
৩৯। logx (1/16)=-2 হলে, x এর মান কত? উত্তরঃ 4
৪০। একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার 17(1/2)% লাভ হবে? উত্তরঃ 1410 টাকা
৪১। হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত? উত্তরঃ ৫ঃ৭
৪২। ১.৫ এবং ১৩.৫ এর মধ্যে সমানুপাতটি কত? উত্তরঃ ৪.৫
৪৩। e^21nx=y হলে, y এর মান = কত? উত্তরঃ x^2
৪৪। 6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা মূলধন কত হবে? উত্তরঃ 10450 টাকা
৪৫। ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? উত্তরঃ ১১৯
৪৬। যদি (ab)x-3=(ba)x-5 হয়, তবে x এর মান কত? উত্তরঃ 4
৪৭। x2-2x-1=0 হলে, x+1/x = কত? উত্তরঃ 2√2
৪৮। কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়? উত্তরঃ 5টি
৪৯। x2-4x+k=0 সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে k এর মান কত? উত্তরঃ 1
৫০। 15 টাকা 25 টাকার শতকরা কত? উত্তরঃ 60%
ইংরেজি অংশের সমাধানঃ
৫১। যারে দেখতে নারি তার চলন বাঁকা। উত্তরঃ B) Faults are thick where love is thin
৫২। তুমি কি জানো সে কোথায় থাকে? উত্তরঃ C) Do you know where he lives?
৫৩। আজ বৃষ্টি হতে পারে? উত্তরঃ C) It may rain today.
৫৪। What is the antonym of ‘transparent’? উত্তরঃ D) Hazy
৫৫। The synonym of ‘Prestige’ is —উত্তরঃ A) status
৫৬। What is the antonym of ‘antagonistic’? উত্তরঃ B) Friendly
৫৭। What is the adjective of ‘Laud’? উত্তরঃ A) Laudable
৫৮। What is the verb form of ‘Popularity’? উত্তরঃ D) Popularize
৫৯। Noun form of ‘blind’ is — উত্তরঃ C) blindness
৬০। I will not go out of it —উত্তরঃ B) rains
৬১। One of the boys —- absent yesterday. উত্তরঃ A) was
৬২। She talked as though she —- the CEO of that company. উত্তরঃ D) had been
৬৩। I You had better (to go) there. উত্তরঃ C) You had better go there.
৬৪। I saw him (go) there. উত্তরঃ A) go
৬৫। Time flies very fast. (Exclamatory) উত্তরঃ A) How time does fly!
৬৬। Everybody accepts this. (Interrogative) উত্তরঃ C) Who does not accept this?
৬৭। We will explain why we want to do it. (Passive) উত্তরঃ D) Why we want to do it will be explained by us.
৬৮। We work hard to earn money. (Compound) উত্তরঃ D) We work hard and we want to earn money.
৬৯। What is the meaning of the phrase a man of letters? উত্তরঃ B) A scholar
৭০। ‘Do away with’ means — উত্তরঃ A) to remove something
৭১। It is high time you — a business. উত্তরঃ C) started
৭২। Navid told Sumon that he (go) to Khulna the next day. উত্তরঃ D) would go
৭৩। ‘Bolt from the blue’ means —- উত্তরঃ B) a danger without warning
৭৪। Adjective form of ‘ambition’ is —- উত্তরঃ D) ambitious
৭৫। He is a liar, —-? উত্তরঃ B) isn’t he?
বাংলা অংশের সমাধানঃ
৭৬। বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ আছে? উত্তরঃ ৫০টি
৭৭। বুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো —- উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
৭৮। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণের কী বলে? উত্তরঃ লিঙ্গ
৭৯। নিচের কোনটি তৎসম শব্দ? উত্তরঃ সন্ধ্যা
৮০। ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’ — কোন ধরনের বাক্য? উত্তরঃ যৌগিক
৮১। কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ রূপায়ণ
৮২। চলিতরীতির প্রবর্তক কে? উত্তরঃ প্রমথ চৌধুরী
৮৩। ‘পার হইয়া’ -এর চলিত রূপ কোনটি? উত্তরঃ পার হয়ে [অপশন অনুসারে পার হয়ে উত্তর ধরা যায়, তবে সঠিক উত্তর পেরিয়ে]
৮৪। Early rising is beneficial to health- এর সঠিক অনুবাদ কোনটি? উত্তরঃ সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভাল।
৮৫। Ad-hoc এর অর্থ কী? উত্তরঃ তদর্থক
৮৬। সন্ধির প্রধান সুবিধা কী? উত্তরঃ উচ্চারণের সুবিধা
৮৭। ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? উত্তরঃ কৃষ্ + তি
৮৮। ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? উত্তরঃ বি + অর্থ
৮৯। ‘দাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? উত্তরঃ √দা + তৃচ্
৯০। ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? উত্তরঃ মুচ+ক্ত
৯১। সমাস শব্দের অর্থ কী? উত্তরঃ সংক্ষেপন
৯২। ‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটির যথোপযুক্ত? উত্তরঃ রাবণের চিতা
৯৩। ‘গদাই লঙ্করি চাল’ বাগধারাটির অর্থ কী? উত্তরঃ আলসেমি
৯৪। ‘গরুতে দুধ দেয়’ বাক্যে ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অপাদানে ৭মী
৯৫। ‘অহঙ্কার পতনের মূল’ বাক্যে ‘অহঙ্কার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ করণে শূন্য
৯৬। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ মুমূর্ষু
৯৭। ‘পরভৃত’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ পিক (কোকিল)
৯৮। ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ প্রসারণ
৯৯। ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’- উত্তরঃ ইতিহাসবেত্তা
১০০। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? উত্তরঃ বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
17th NTRCA MCQ Question & Answer 2022
You get the 17th NTRCA Questions Solved on our website. We Publish all job Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Privet Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Privet companies in Bangladesh, Privet universities Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs results in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. For example next update about update jobs circular Notice. Please stay turn to my website Dailyhotjobs.com can be for the new govt job circular. Thank you for visiting my website.