Bangladesh Ansar and VDP Exam Question Solution. Bangladesh Ansar and VDP Exam Question Solution 2023 have been published. Today was the Bangladesh Ansar and VDP Written Exam held. In this context, today we have found the solution to the Bangladesh Ansar and VDP exam questions. We always solve all the test questions. Hopefully, the examinees benefit a lot. Take a look at the questions and solutions of the Bangladesh Ansar and VDP exam held today. Always stay with this website dailyhotjobs.com. See the solution below –
BD Ansar and VDP Written Exam Question Solution finds on our website. You can all information on Govt job to get more find their website use. We trust that our distributing data helps the activity searchers find superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re-expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that permits joblessness to individuals. All the roles on this website aren’t for unemployed people but extensively utilized people too. All kinds of suggestions and question solutions for the various competitive exams are available here. 17th NTRCA Exam Question Solution 2022.
Bangladesh Ansar and VDP Exam Question Solution
We believe that our publication info helps work seekers in the United Nations agency are finding a higher job. We tend to conjointly share trending resources for a beginner especially since the United Nations agency is re-increasing its information. Our main target becomes a fiduciary job circular website in an Asian country by publishing an actual update that helps the state folks. We tend to Publish all Jobs Circulars every day! like government Jobs in an Asian country, Bank Jobs in an Asian country, personal Jobs in an Asian country, International NGO Jobs in an Asian country, personal Company Jobs in an Asian country, personal University Jobs in an Asian country, and different jobs news supports are accessible here on our website. For other Exam Question Solution finds our website.
Important info:
- Organization Name: Bangladesh Ansar VDP
- Post Name and Vacancy:
1. Staff Photographer – 01
2. Draftsman – 01
3. Thana/Upazila Trainer – 63
4. Thana/Upazila Female Trainer – 269
5. Vehicle Mechanic – 01
6. Sarang/Launch Driver – 02
7. Nursing Assistant – 17
8. Compounder – 01
9. Plumber – 01 - Total Vacancy: 356
- Thana/Upazila Trainer and Thana/Upazila Female Trainer Exam Date: 14 January 2023
- Exam Time: 2.30 PM to 4.00 PM
- Exam Centre: Dhaka
Below of Written Exam Question Image
Below of Ansar and VDP Exam Question Solution:
বাংলা অংশের সমাধানঃ
১. বাক্য সংকোচন করুনঃ
ক) অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ
খ) উপকারীর উপকার স্বীকার করে যে = কৃতজ্ঞ
গ) একই সময়ে বর্তমান = সমসাময়িক
ঘ) যা উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য
ঙ) যে বিবেচনা করে কাজ করে না = অবিবেচক
২. বাগধারার অর্থসহ বাক্য লিখুনঃ
ক) আঠারো মাসে বছর = ঢিলেমি/আলসেমি [সুমনের কাজে সব সময় আঠারো মাসে বছর লেগেই থাকে।]
খ) চিনে জোঁক = চিনে জোঁক = নাছোড়বান্দা [জাকিয়া পড়াশুনায় চিনে জোঁকের মত লেগেই আছে।]
গ) ডান হাতের ব্যাপার = ভোজন করা [দেরি না করে চলেন ডান হাতের ব্যাপার সেরে ফেলি।]
ঘ) বর্ণচোরা = কপটচারী [সুমনের মত বর্ণচোরা লোক সমাজে অভাব নেই।]
ঙ) সপ্তমে চড়া = প্রচণ্ড উত্তোজনা [বাংলাদেশের খেলা দেখা মানেই সপ্তমে চড়ার মত।]
৩. শুদ্ধ করে লিখুনঃ
ক) প্রতুষ = প্রত্যুষ
খ) জৈষ্ট্য = জ্যৈষ্ঠ
গ) ভক্ষন = ভক্ষণ
ঘ) স্মৃতিশোধ = স্মৃতিসৌধ
ঙ) পরিক্ষা = পরীক্ষা
৪. মেট্রোরেল সম্পর্কে ১০টি বাক্য লিখুনঃ
বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে মাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় আর কাজ শুরু হয় ২০১৬ সালে। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। জাইকা ও ডিএমটিসিএল ২০৩০ সাল নাগাদ ১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। ২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন-৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রোরেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন। এটি ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। ঢাকা মেট্রোরেল এর প্রতি এক ঘন্টায় ৬০ হাজার যাত্রী বহন করার সক্ষমতা রয়েছে। ঢাকার মধ্যে অবস্থিত বিভিন্ন শহরে ১৬ টি পয়েন্ট এর মধ্যে মেট্রোরেল স্টেশন থাকবে। ঢাকা মেট্রোরেল পরিচালক প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।
গণিত অংশের সমাধানঃ
৫. ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের মাঝে আড়াআড়িভাবে ১.৫মি: প্রশস্ত রাস্তা ২টি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
উত্তরঃ ১০২.৭৫ বর্গমিটার
৬. কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
উত্তরঃ ৮৭, ৪১,৮১৬ জন
৭. যোগফল নির্ণয় করুনঃ
1/a-2 + a+2/a2+2a+4
উত্তরঃ 2 (a^2 +a)/ a^3 -8
ইংরেজি অংশের সমাধানঃ
৮. Translate into English.
ক) সে কি নিয়মিত পড়ালেখা করে? উত্তরঃ Does he study regularly?
খ) তাকে ভেতরে এসে চা খেতে দাও। উত্তরঃ Let him come in and have tea.
গ) সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে। উত্তরঃ May he be happy and at ease.
ঘ) সে সাঁতার জানে না। উত্তরঃ She/he doesn’t know how to swim.
ঙ) সে কি স্কুলে যাচ্ছে না? উত্তরঃ Is not he going to school?
৯. Fill in the blanks.
a) Water into —–Vapor. উত্তরঃ changed
b) His father died—–two months. উত্তরঃ before
c) It has been raining ——- morning. উত্তরঃ since
d) ————this pen I have two others pens. উত্তরঃ Besides
e) The sky is ————–us. উত্তরঃ above
১০. Make a sentence with the following Phrase.
a) Apple of discord = বিবাদের কারণ [The paternal property has become an apple of discord for his children.]
b) Crocodile tears = মায়াকান্না [ Don’t shed any crocodile tears for money.]
c) In lieu of = পরিবর্তে [Give me happiness in lieu of money.]
d) Nip in the bud = অঙ্কুরে বিনষ্ট করা [Don’t nip in the bud of any step of your children.]
e) Blue blood = আভিজাত্য [Tamim is from a blue blood family.]
১১. Write 5 sentences about the Father of the Nation of Bangladesh.
The father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman is the makes of Independent Bangladesh. He is recognized as the great Bengali of the past thousands of years. Bangabandhu not only loved the people and was in politics for them, but he was also willing to make any sacrifice for them. He believed that “achieving anything great requires sacrifice and persistence. Most importantly, Bangabandhu, in his lifetime, could transform himself. When he was growing up, communal politics was the order of the day and his incomplete autobiography, The Unfinished Memoirs, contains many such examples.
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১২. সংক্ষেপে উত্তর দিনঃ
ক) বঙ্গবন্ধুর লিখিত ২টি বইয়ের নাম লিখুন। উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা
খ) মুজিবনগর সরকার কবে গঠিত হয়? উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১ সালে
গ) জাতীয় শিশু দিবস কবে? উত্তরঃ ১৭ মার্চ
ঘ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে গঠিত হয়? উত্তরঃ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে।
ঙ) নীল দর্পণ এর লেখক কে? উত্তরঃ দীনবন্ধু মিত্র
চ) জাতীয় সংসদের স্থপতি কে? উত্তরঃ লুই আই কান
ছ) খেতাব প্রাপ্ত ২জন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন। উত্তরঃ ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি
জ) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? উত্তরঃ ১০:৬ অথবা ৫ঃ৩
ঝ) কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর সেরা উদীয়মান খেলোয়াড় কে? উত্তরঃ এনসো ফার্নান্দেজ ( আর্জেন্টিনা)
ঞ) ইউক্রেনের মুদ্রার নাম লিখুন। উত্তরঃ ইউক্রেনিয়ান হ্রিবনিয়া
ট) WHO এর বর্তমান মহাপরিচালক কে? উত্তরঃ টেড্রস আধানোম [ইথিওপিয়া]
ঠ) UNHCR এর পূর্ণরূপ কি? উত্তরঃ United Nations High Commissioner for Refugees
ড) বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত? উত্তরঃ সিলেটের জকিগঞ্জে
ঢ) ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড
ণ) কমনওয়েলথের বর্তমান সদস্য কত? উত্তরঃ ৫৬টি [সর্বশেষ সদস্য টোগো]
Ansar & VDP Written Question & Answer 2023
You get the BD Ansar & VDP Written Exam Questions Solved on our website. We Publish all job Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Privet Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Privet companies in Bangladesh, Privet universities Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs results in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. For example next update about update jobs circular Notice. Please stay turn to my website Dailyhotjobs.com can be for the new govt job circular. Thank you for visiting my website.