Bangladesh Railway Exam Suggestion. Bangladesh Railway Exam Suggestion 2022 has been published. The recruitment test for the post of Bangladesh Railway is going to be held on 17 June 2022. Before the exam, the examinees are scared about the exam preparation. So today we will share some important questions. Which will be useful in the next test. So let’s get started without delay.
Bangladesh Railway MCQ exam date & time will publish on its official website. You can all information on Govt jobs to get more find about their website use. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re-expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a real refresh that permits joblessness to individuals. All the roles on this website aren’t for unemployed people but extensively utilized people too. all kinds of suggestions, and question solutions for the various competitive exams are available here.
Bangladesh Railway Exam Suggestion
Bangladesh Railway Job circular finds on our website. We believe that our publication info helps the work seekers United Nations agency are finding a higher job. We tend to conjointly share trending resources for a beginner especially the United Nations agency is re-increasing their information. Our main target becomes a fiduciary job circular website in an Asian country by publishing an actual update that helps the state folks. We tend to Publish all Jobs Circulars every day! like government Jobs in an Asian country, Bank Jobs in an Asian country, personal Jobs in an Asian country, International NGO Jobs in an Asian country, personal Company Jobs in an Asian country, personal University Jobs in an Asian country, and different jobs news supports are accessible here on our website.
Important Info:
- Organization Name: Bangladesh Railway
- Exam Type: MCQ
- Post Name Name And Vacancy:
1. Guard – 53
2. Assistant Locomotive Master (ALM) – 280 - Total – 333 Post
- Exam Date: 17 June 2022
- Exam Time: 10.00 AM to 11.00 AM
Below of Exam Date Official Notice
I will share Bangladesh Railway Syllabus & Mark Distribution. Which will be useful in the next test. So let’s get started without delay.
MCQ – 70 & Viva – 30
Bangla – 20
Mathematics 15
English – 20
General Knowledge – 15
Total Mark – 100
Below of Exam Suggestions:
বিগত বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষায় আসা কিছু প্রশ্নের সমাধান নিচে দেওয়া হলো:
১. মিশ্র বাক্য থেকে সরল বাক্যে রুপান্তর করুন।
মিশ্র বাক্য: যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান।
সরল বাক্য: মাংসভোজী পশু অত্যন্ত বলবান।
২. আকস্মিক এর বিপরীত শব্দ? উত্তরঃ চিরন্তন
৩. ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? উত্তরঃ ক+ষ
৪. কোন বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয়না? উত্তরঃ ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয় না
৫. যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বুঝাতে সে সকল শব্দে নিচের কোনটি হয়
৬. ”আমি আজ জ্বর জ্বর বোধ করছি এখানে “জ্বর জ্বর” দ্বিরুক্তি কি বুঝাচ্ছে? উত্তরঃ সামান্য
৭. খাসখবর শব্দটিতে খাস উপসর্গটি কী অর্থে যুক্ত হয়েছে? উত্তরঃ বিশেষ
৮. আপন ভালো পাগলেও বোঝে”-এখানে ভালো কোন পদ? উত্তরঃ বিশেষ্য
৯. ‘শনশন বায়ু বয়’ এ বাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি কোন জাতীয় অব্যয়? উত্তরঃ অনুকার অব্যয়
১০. সাতাশ হতো যদি একশ সাতাশ’—এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া? উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
১১. বাংলায় অনুবাদ করুন- To the pure all things are pure. উত্তরঃ আপনি ভাল তো জগৎ ভাল
১২. Write the opposite gender of the following.
Drake = Duck
Bee = Drone
১৩. Write the Adjective and Adverb of Noun Obligation.
Adjective = obligated or obliged
Adverb = obligatorily
১৪. Write the synonym of the word Instigate? উত্তরঃ initiate
১৫. The boy reads a book. What kind of verb reads in the sentence? উত্তরঃ Transitive verb
১৬. What is the antonym of satiety? উত্তরঃ Hunger
১৭. What is the meaning of soft soap? উত্তরঃ Use flattery in order to persuade (তোষামুদে)
১৮. The news will shock you. Make it passive. উত্তরঃ You will be shocked by the news.
১৯. Make it positive: Zakir is the most brilliant of all students in the class. উত্তরঃ No other student is so brilliant as Zakir in the class. Or, (Very few students in the class are as brilliant as Zakir)
২০. Make the sentence simple: He is poor but he is honest. উত্তরঃ In spite of his poverty, he is honest.
২১. Every mother loves her child. Change into negative. উত্তরঃ There is no mother who loves her child
২২. Fill in the blank: I do not feel ——Rahman. উত্তরঃ For
২৩. Correct the sentence: All of the men I have ever met, he is the rudest. উত্তরঃ To all of the men I have ever met, he is the rudest.
২৪. Make the sentence indirect: He said to them, ” Friends, help me. উত্তরঃ He requested to them help him.
২৫. Translate into English: ঠিক মধ্যরাতে দরজায় মৃদু টোকা পড়ল। উত্তরঃ Someone Knocked on the door just middle in the night.
২৬. একজন দোকানদার ১২ দিনে ৫০০ টাকা আয় করল। তার প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে অবশিষ্ট দিনগুলির আয়? উত্তরঃ ৪২.৫ টাকা
২৭. একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ৪৮ টাকা
২৮. ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিলোমিটার। ঐ ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? উত্তরঃ ৩০০ মিটার
২৯. ৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে? উত্তরঃ ৫৬.০ কিলোগ্রাম
৩০. সম্পুর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘন্টায় সম্পুর্ণ ভর্তি করা যায়। অপর একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে? উত্তরঃ ১ ঘণ্টা ১৫ মিনিট [৫/৪ ঘণ্টা]
৩১. 3^x+4 – 9.3^x+1/3^x+2= কত? উত্তরঃ 6
৩২. 2x + 3y/3x + 2y=5/6 হলে x:y কত? উত্তরঃ 8:3
৩৩. x^2 +2xy -2yz -z^2 এর উৎপাদকে বিশ্লেষণ করুন। উত্তরঃ (x-z) (x+z+2y)
৩৪. 5+18+11 +14+….. এই ধারার কততম পদ ৩২০? উত্তরঃ ১০৬ তম পদ
৩৫. দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ঃ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফল কত? উত্তরঃ 9:4
৩৬. দুইজন লোক একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার গিয়ে বামে ঘুরে আরো ৩ মিটার গেলেন তাদের মধ্যে এখন দূরত্ব কত? উত্তরঃ ১০ মিটার
৩৭. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রী হলে, ক্ষুদ্রতম কোণের মান কত? উত্তরঃ ৪২ ডিগ্রী
৩৮. একটি ফুটবল টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহন করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে কয়টি খেলা পরিচালনা করতে হবে? উত্তরঃ ১৫
৩৯. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গসেমি? উত্তরঃ ২৫ বর্গ.সেমি
৪০. x+1/x=2 হলে x/x^2+x-1 এর মান কত? উত্তরঃ 1
৪১. পাখি পালন বিদ্যাকে ইংরেজিতে কি বলে? উত্তরঃ এভিকালচার [Aviculture]
৪২. মাশরুমে কোন বিষাক্ত উপাদান থাকলে তা খাওয়া যায়না? উত্তরঃ মাসকারিন
৪৩. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? উত্তরঃ ফ্যাদোমিটার
৪৪. সূর্য থেকে তাপশক্তির সাথে সরাসরি আর যে শক্তিটি আসে তার নাম কি? উত্তরঃ আলোক শক্তি
৪৫. পরমাণুর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? উত্তরঃ ফিশন
৪৬. ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয়? উত্তরঃ কার্বন ডাই অক্সাইড [CO2]
৪৭. সিমেন্ট তৈরির অন্যতম উপাদান কি? উত্তরঃ জিপসাম
৪৮. সমুদ্র পৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ কত? উত্তরঃ ১০ নিউটন [10N]
৪৯. আদ্রতা ৯০% বলতে কি বুঝায়? উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
৫০. অম্ল যুক্ত মাটি চাষাবাদের উপযুক্ত করতে কোন উপাদান প্রয়োগ করা হয় কেন? উত্তরঃ জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন করা সম্ভব বলে।
৫১. ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রথম কোথায় স্থাপিত হয়? উত্তরঃ চট্টগ্রামের কালুরঘাটে
৫২. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার? উত্তরঃ প্রমথ চেীধুরীর
৫৩. মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে? উত্তরঃ ফয়েজ আহমদকে
৫৪. উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যাওয়ার কারণ? উত্তরঃ কারণ ঐ উচ্চতায় বায়ুর চাপ কম
৫৫. জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন কে? উত্তরঃ জেনোফেন
৫৬. সমুদ্রস্রোতের অন্যতম কারণ কী? উত্তরঃ বায়ু প্রবাহ
৫৭.ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? উত্তরঃ জিব্রাল্টার প্রণালী
৫৮. ‘পঞচম ড্রাগনের’ দেশ বলা হয় কোন দেশকে? উত্তরঃ তাইওয়ান
৫৯. নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? উত্তরঃ মাওরি
৬০. ১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি সোমবার হলে ১৯৯৮ সালের ১লা ফেব্রুয়ারি কি বার ছিল? উত্তরঃ রবিবার
৬১. পদ্মা সেতুর দৈর্ঘ্য–৬.১৫ কিলোমিটার, প্রস্থ—-১৮.১০ মি ও উচ্চতা— ১৮.৩ মিটার
৬২. রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন- ডাইঅক্সাইড পরিবহন করা। রোগ প্রতিরোধ করা শ্বেত কণিকা এর কাজ। রক্ত জমাট বাঁধতে সাহায্য করা অনুচক্রিকা এর কাজ।
৬৩. ১৯৫২ সালে যারা মাতৃভাষা দিবসে জীবন দিয়েছিলঃ রফিক উদ্দীন আহমদ, শফিউর রহমান, আবুল বরকত, আবদুল আউয়াল
৬৪. মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে , অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন জনাব ইউসুফ আলী।
৬৫. ফাগুনে , ঘ্রাণে , * , অঘ্রানে ।
৬৬. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ? অগ্নিবীণা
৬৭. একাত্তরের দিনগুলি ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথা কার লেখা- জাহানারা ইমামের
৬৮. নির্জনতার কবি কে?- জীবনানন্দ দাশ
৬৯. সুরকার আলতাফ মাহমুদ ও রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।
৭০. Oxygen: burn: Carbon dioxide: Extinguish
৭১. ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত কয়টি অধিবর্ষ আছেঃ ২৫ টি
৭২. ৩.১৫
৭৩. ২৯
৭৪. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি- সোডিয়াম কার্বনেট
৭৫. ৩৬ টি
৭৬. ৪ ঘণ্টা
৭৭. ১ মিটার কত ইঞ্চির সমান- ৩৯.৩৭ ইঞ্চি
৭৮. অপরিচ্ছনতাঃ রোগঃ পরিস্কারঃ নীরোগ
৭৯. Time: Watch: Pressure: stethoscope
৮০. মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবারে চাই । এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় – মাঝে যদি স্থান পাই । কার লেখাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৮১. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাবঃ ৪টি (বীরশ্রেষ্ঠ,বীরউত্তম,বীরবিক্রম,বীরপ্রতীক)
৮২. বাংলাদেশের জাতীয় প্রতীক।- প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা৷
৮৩. VIRUS: Vital Information Resources Under Seize
৮৪. Windows, IOS
৮৫. হার্ডিঞ্জ ব্রিজ দৈর্ঘ্য- ১-৭৯৮ কিমি, চালু: ৪ মার্চ, ১৯১৫
৮৬. জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে-লুই আই কান
৮৭. কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়- বিষুবরেখা
৮৮. পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে মুক্তি পেতে হলে রকেটের গতিবেগ প্রতি সেকেন্ডে কত কিমি হতে হবে- 11.2 km বা 7 mile
৮৯. In how many ways a committee is seated around table. Ans; 3,628,800
৯০. Heart এর বিশেষণ রুপ কি? heartless
৯১. Shortly শব্দের ক্রিয়াপদঃ Shorten
৯২. অভাবঃ অপচয়ঃ উদ্বৃত্তঃ সঞ্চয়
৯৩। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)।
৯৪। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?
উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
৯৫। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৪র্থ)।
৯৬। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
৯৭। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?
উত্তরঃ ৩০টি;
৯৮। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?
উত্তরঃ ৩টি।
৯৯। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?
উত্তরঃ বান্দরবান।
১০০। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি।
১০১। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?
উত্তরঃ ৬টি।
১০২। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?
উত্তরঃ আখাইন্ঠং;
১০৩। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)।
১০৪। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?
উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং।
১০৫। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ লালমনিরহাট।
১০৬। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?
উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)।
Bangladesh Railway Exam Admit Card Download
In conclusion, for the next update about the Bangladesh Railway Circular Notice. Admit Card download published from Bangladesh Railway notice also found on my website. The Bangladesh Railway MCQ Exam date will publish next month. Then Admit Card will be published nowhere.
Admit Card Download
Below of Original Circular Image
BD Railway Exam Suggestion
Bangladesh Railway MCQ date notices have already been published & you got them on our website. We Publish all job Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Privet Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Privet companies in Bangladesh, Privet universities Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs results in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. For example next update about update jobs circular Notice. Please stay turn to my website Dailyhotjobs.com can be for the new govt job circular. Thank you for visiting my website.