BCH Exam Question Solution. BCH Exam Question Solution 2023 has been published. Today Benapole Custom House Written Exam was held. You can easily BCH Exam Question & Solution find our website dailyhotjobs.com. A few days Benapole Custom House job circular has published by the Authority. On their against, today’s exam was held. Examiners match today’s questions and answers.
BCH Exam Question Solution finds on our website. You can all information on Govt job to get more find their website use. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re-expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a total refresh that permits joblessness to individuals. All the roles on this website aren’t for unemployed people but extensively utilized people too. Suggestions and question solutions for the various competitive exams are available here.
BCH Exam Question Solution
We believe that our publication info helps work seekers in the United Nations agency are finding a higher job. We tend to conjointly share trending resources for a beginner especially since the United Nations agency is re-increasing its information. Our main target becomes a fiduciary job circular website in an Asian country by publishing an actual update that helps the state folks. We tend to Publish all Jobs Circulars every day! like government Jobs in an Asian country, Bank Jobs in an Asian country, personal Jobs in an Asian country, International NGO Jobs in an Asian country, personal Company Jobs in an Asian country, personal University Jobs in an Asian country, and different jobs news supports are accessible here on our website. For other Exam Question Solution finds our website.
Important Info:
- Organization Name: Benapole Custom House (BCH)
- Exam Type: Written
- Post Name and Vacancy:
1. Computer Operator – 04
2. Stenographer Cum Computer Operator – 02
3. Upper Division Assistant (UDA) – 06
4. Cashier – 01
5. Steno Tpist Cum Computer Operator – 02
6. Office Assistant Cum Computer Typist – 05
7. Driver – 10
8. Telephone Operator – 01
9. Sepoy – 56
10. Photocopy Operator – 02
11. Electrician – 01
12. Office Sohayok – 03
13. Security Guard – 01 - Total Vacancy: 94
- Sepoy Total Candidates selected for Written Exam: 13175
- Sepoy Exam Schedule: 26 May 2023
- Exam Time: 10.00 AM
- Sepoy Exam Date: 26 May 2023
Below of BCH Written Exam Question
Below of BCH Written Exam Question Solution
বাংলা অংশের সমাধানঃ
১। এক কথায় প্রকাশ করুন (৫×১=৫)
ক. দেখবার ইচ্ছা = দিদৃক্ষা
খ. ধনুকের ধ্বনি = টঙ্কার
গ. হরিণের চর্ম = অজিন
ঘ. যে নারীর হিংসা নেই = অনসূয়া
ঙ. যুদ্ধ থেকে যে বীর পালায় না = সংশপ্তক
২। অশুদ্ধ বাক্য শুদ্ধ করুন (৫×১=৫)
ক. সব আমগুলোর দাম কত? = আমগুলোর দাম কত?
খ. তোমার সঙ্গে আমার একটি গোপন পরামর্শ আছে। = তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
গ. মেয়েটি সুকেশৈলী ও সুহাসি। = মেয়েটি সুকেশা (বা সুকেশী) এবং সুহাসিনী।
ঘ. তারকাবৃন্দ আকাশে মিটিমিটি করে জ্বলছে। = তারকারাজি আকাশে মিটিমিটি করে জ্বলছে।
ঞ. সে এমন রূপসী যেন অপ্সরী। = সে এমন রূপবতী যেন অপ্সরা।
৩। ব্যাকরণ (৫×১=৫)
ক. বাংলা বর্ণমালায় কতটি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ রয়েছে?
উত্তরঃ ২তি [বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ ঐ এবং ঔ]
খ. বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি?
উত্তরঃ ৩৯টি
গ. নিলীন বর্ণ লিখুন ।
উত্তরঃ অ
ঘ. স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে কি বলে?
উত্তরঃ কার
ঙ. মৌলিক স্বরধ্বনি কতটি?
উত্তরঃ ৭টি [ই, এ, এ্যা, আ, অ, ও, উ]
৪। সাহিত্য (৫x১=৫)
ক. চর্যাপদে দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন কে?
উত্তরঃ ভুসুকুপা (৮টি) [সর্বোচ্চ ১১ টি পদ রচনা করেন কাহ্নপা]
খ. চম্পুকাব্য কাকে বলে?
উত্তরঃ যে সব কাব্যে গদ্য ও পদ্যের আনুপাতিক হার প্রায় সমান সমান তাকে বলা হয় ‘চম্পু’কাব্য।
গ. “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”-কার রচনা?
উত্তরঃ কবি ভারতচন্দ্র রায়গুণাকর
ঘ. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইংরেজি কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৫ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ)
ঙ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ গীতাঞ্জলি’র ইংরেজি অনূদিত গ্রন্থ Song Offerings এর জন্য
ইংরেজি অংশের সমাধানঃ
৫. Fill in the gaps: (৫×১=৫)
a) He saw me ………. lunch. = at
b) He was charged ………. murder. = with
c) I have no affection ………. him. = for
d) Industry is the key ………. success. = to
e) He works ………. a bank. = in
৬. Transformation of sentences: (৫×১=৫)
a) Was he, not a villain to do such a deed? (Assertive) = He was a villain to do such a deed.
b) He is a great fool. (Interrogative) = Is he a great fool?
c) He said, “I shall go to Delhi tomorrow”. ( Indirect) = He said that he would go to Delhi the following day.
d) I shall always remember you. (Negative) = I will never forget you.
e) I expect that I shall get a price. (Simple) = I expect to get a price.
৭. Correct the sentences: (৫×১=৫)
a) He plays regularly with that team. = He plays regularly for that team.
b) What’s the reason of a sandstorm? = What’s the reason for a sandstorm?
c) The man took his woman with him. = The man took the woman with him.
d) That lawyer has plenty of customers. = That lawyer has plenty of clients.
e) Stand in the middle of the circle. = Stand is in the middle of the circle.
৮. Write the word meaning in Bengali: (৫×১=৫)
a) Compete with = টক্কর দেওয়া বা প্রতিযোগিতা করা
b) Fit for = যোগ্য
c) Proud of = গর্বিত
d) Rid of = মুক্তি
e) Partial to = পক্ষপাত দুষ্ট
গণিত অংশের সমাধানঃ
৯। লিচুর দাম ২০% কমে যাওয়ায় ১২টাকায় পূর্বাপেক্ষা ২টি লিচু বেশি পাওয়া যায়। ৫০টি লিচুর বর্তমান দাম কত?
উত্তরঃ ৬০ টাকা
১০। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেওয়ালগুলি ১৫ সে.মি. পুরু হলে চার দেওয়ালের আয়তন কত?
উত্তরঃ ৭.০২ ঘনমিটার
১১। উৎপাদকে বিশ্লেষণ করুন-
ক) 4^a4 -4^a2+9
উত্তরঃ (2^a2 + 4a +3) (2^a2 – 4a +3)
খ) a2-b2-c2-2bc+a-b-c
উত্তরঃ
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১২ । সংক্ষিপ্তভাবে উত্তর দিন: ১৫×১=১৫
ক. বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়?
উত্তরঃ ১৭৫ জন
খ. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তরঃ সুপ্রীম কোর্ট
গ. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
উত্তরঃ ৪টি
ঘ. www এর পূর্ণরুপ কি?
উত্তরঃ World Wide Web
ঙ. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি [মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম]
ড. গ্রাফিন কার বহুরুপী?
উত্তরঃ কার্বন
ছ. বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৯১ সালে ১ জুলাই
জ. বাংলাদেশের প্রথম মেট্রোরেল ইংরেজি কত সালের কত তারিখে চালু হয়?
উত্তরঃ ২৮ ডিসেম্বর, ২০২২ সালে
ঝ. NBR এর পূর্ণরুপ কি?
উত্তরঃ National Board of Revenue
ঞ. মিয়ানমারের রাজধানীর নাম কি?
উত্তরঃ নাইপিদো
ট. কম্পিউটার ভাইরাস কি?
উত্তরঃ কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে।
ঠ. পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ভারতে [২০২৩ সালে]
ড. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
উত্তরঃ সিয়েরালিওন
ঢ. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি?
উত্তরঃ New Development Bank (NDB)
ণ. থার্মোমিটার কি?
উত্তরঃ তাপমাত্রা পরিমাপক যন্ত্র
Solved by ABD Momin Bhai
BCH Written Question & Answer 2023
You get BCH Written Exam Questions Solved on our website. We Publish all job Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Privet Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Privet companies in Bangladesh, Privet universities Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job quickly. For example next update about update jobs circular Notice. Please stay turn to my website Dailyhotjobs.com can be for the new govt job circular. Thank you for visiting my website.