BHBFC Exam Question Solution. BHBFC Exam Question Solution 2023 has been published. Today Bangladesh House Building Finance Corporation Exam was held. You can easily Bangladesh House Building Finance Corporation Exam Question & Solution find our website dailyhotjobs.com. A few days later the Bangladesh House Building Finance Corporation job circular was published by the Authority. On their against, today’s exam held. Examiners match today’s questions and answers.
BHBFC Exam Question Solution is found on our website. You can all the information on the job to get more find their website use. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learner who is re-expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a real refresh that permits joblessness to individuals. All the roles on this website aren’t for unemployed people but extensively utilized people too. All kinds of suggestions and question solutions for the various competitive exams are available here.
BHBFC Exam Question Solution
We believe that our publication info helps work seekers in United Nations agencies find a higher job. We tend to conjointly share trending resources for a beginner, significantly since the United Nations agency is increasing its information. Our main target becomes a fiduciary job circular website in an Asian country by publishing an actual update that helps the state folks. We tend to Publish all Jobs Circulars every day! like government Jobs in an Asian country, Bank Jobs in an Asian country, personal Jobs in an Asian country, International NGO Jobs in an Asian country, personal Company Jobs in an Asian country, personal University Jobs in an Asian country, and different jobs news supports are accessible here on our website. For other Exam Question Solutions find our website.
Important Info:
- Organization Name: Bangladesh House Building Finance Corporation (BHBFC)
- Post Name and vacancy
1. Data Entry Operator – 20
2. Driver – 05
3. Electrician – 02 - Total Vacancy: 27
- Data Entry Operator Exam Date: 08 September 2023
- Exam Time: 10.00 AM to 11.00 AM
Below of BHBFC Exam Question
Below of BHBFC Exam Question Solution
বাংলা অংশের সমাধানঃ
১. এক কথায় প্রকাশ করুন।
ক. যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর
খ. চৈত্র মাসের ফসল = চৈতালি
গ. পা ধোয়ার জল = পাদ্য
ঘ. ক্ষুদ্র বাগান = বাগিচা
ঙ. বিশ্বজনের জন্য হিতকর = বিশ্বজনীন
২. সন্ধি বিচ্ছেদ করুন।
ক. লবণ = লো+অন
খ. মতৈক্য = মত+ঐক্য
গ. ক্ষুধার্ত = ক্ষুধা+ঋত
ঘ. সন্তান = সম্+তান
৩. শুদ্ধ বানান লিখুন।
ক. সমিচীন = সমীচীন
খ. ন্যূনতম = ন্যূনতম
গ. মুমুর্ষু = মুমূর্ষু
ঘ. সায়ত্ত্বশাসন = স্বায়ত্তশাসন
৪. বিপরীত শব্দ লিখুন।
ক. অবনত = উন্নত
খ. স্বাধীন = পরাধীন
গ. বর্জন = গ্রহণ
ঘ. অগ্রজ = অনুজ
৫. সংক্ষিপ্ত উত্তর দিন।
ক. ‘আমার দেখা নয়া চীন’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ দুটির রচয়িতা কে?
উত্তরঃ ‘আমার দেখা নয়াচীন’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ দুটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
খ. হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়
গ. সান্ধ্য ভাষায় লিখিত বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটি?
উত্তরঃ সান্ধ্য ভাষায় লিখিত বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হলো চর্যাপদ।
ইংরেজি অংশের সমাধানঃ
৬. Translate into English.
a) তুমি, সে ও আমি একত্রে যাব । = You, he and I will go together.
b) সে সাঁতার দিয়ে নদী পার হলো। = He/ she swam across the river.
৭. Fill in the blanks.
a) If I —— you, I would not have done this. = were
b) Water —– into vapor. = turns
৮. Write correct spelling.
a) Liefienant = Lieutenant
b) Ocassion = Occasion
৯. Fill in the blank with the appropriate preposition.
a) Your conduct admits ——no excuse. = of
b) I am independent —— my family. = of
১০. Change the Gender.
a) Fox = Vixen
b) Bee = Drone
১১. Use the right form of the verb.
a) Neither he nor his friends ——the function. = attend
b) One of the boys —–do it. = has
১২. Correct the following sentence.
a) He succeeds in getting the job. = He succeeds in getting the job.
b) Most people suffer from depression. = Most people suffer from depression.
c) Myself did the work. = I did the work.
১৩. Write an application to a bank manager to open a bank account.
To,
The Branch Manager,
Islami Bank Bangladesh PLC
Islami Bank Tower 40, Dilkusha C/A, Dhaka – 1000, Bangladesh.
Date:- 08/09/2023
Subject:- Account opening letter to the bank manager.
Respected Sir/Madam,
I am writing this letter to you because I want to open a savings account in your branch. My name is _______ and I am a small businessman having some transporting vehicles. I live in “mention your address” and it’s also my birthplace. I am young and my age is “mention your age”. I recently started doing business.
Therefore, I need a bank account to save my money. So, I request you to please open an account in your branch as soon as possible. I enclose all the documents that you need to open a new account.
Thank you in Advance,
Yours Obediently
Signature
গণিত অংশের সমাধানঃ
১৪. পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
সমাধানঃ
ধরি, পুত্রের বর্তমান বয়স = x বছর
∴ পিতার “ ” = ৪x ”
এখন, ৬ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (x – ৬) বছর
∴ ৬ “ ” “ ” ” = (৪x – ৬) ”
প্রশ্নমতে, ১০(x – ৬) = 8x – ৬
⇒ ১০x – ৬০ = 8x – ৬
⇒ ১০x – 8x = -৬ + ৬০
⇒ ৬x = ৫৪
⇒ x = ৯
∴ পুত্রের বর্তমান বয়স = ৯ বছর
এবং পিতার “ ” = ৪ × ৯ = ৩৬ বছর
∴ পিতার বর্তমান বয়স ৩৬ বছর ও পুত্রের বর্তমান বয়স ৯ বছর
১৫. এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কিনে, ৮টি কমলা সেই সাথে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হয়?
সমাধানঃ
ধরি, ১০টি কমলার ক্রয়মূল্য = ৮টি কমলার
বিক্রয়মূল্য = ১০০ টাকা
এখন, ১০টি কমলার ক্রয়মূল্য = ১০০ টাকা
১ “ ” = ১০০/১০ = ১০ টাকা
আবার, ৮টি কমলার বিক্রয়মূল্য = ১০০ টাকা
১ “ ” = ১০০/৮ = ১২.৫ টাকা
তাহলে, লাভ = ১২.৫ – ১০ = ২.৫ টাকা
শতকরা লাভ = ২.৫/১০ × ১০০%
= ২৫%
১৬. একজন দোকানদার ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হতো এবং বিক্রয় মূল্য ৩১ টাকা বেশি হতো তাহলে ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
সমাধানঃ
৭.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ – ৭.৫) টাকা
= ৯২.৫ টাকা
১০% কমে ক্রয়মূল্য = (১০০ – ১০) = ৯০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = ৯০ + ৯০ এর ২০%
= ৯০ + ৯০
= ৯০ + ১৮ = ১০৮ টাকা
∴ বিক্রয়মূল্য বেশি = (১০৮ – ৯২.৫) = ১৫.৫ টাকা
বিক্রয়মূল্য ১৫.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
“ ১ ” “ ” ” ”
“ ৩১ ” “ ” ” ”
= ২০০ টাকা
১৭. এবং হলে,
সমাধানঃ
দেওয়া আছে, এবং
প্রদত্ত রাশি,
কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১৮. পূর্ণরূপ লিখুন।
ক. WAN = Wide Area Network
খ. ROM = Read Only Memory
গ. a2i = Aspire to Innovate
ঘ. www= World Wide Web
১৯. কী-বোর্ডে কমান্ড লিখুন।
ক. কপি = Ctrl + C
খ. পেস্ট = Ctrl + V
গ. নতুন ফাইল খোলা = Ctrl + N
ঘ. সর্বশেষ কমান্ড বাতিল করা = Ctrl + Z
ঙ. Select All = Ctrl + A
২০. Chat GPT কর্মক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে-এ নিয়ে আপনার মতামত লিখুন।
উত্তরঃ Chat GPT এর পূর্ণরূপ হচ্ছে Chat Generative Pre-Trained Transformer। চ্যাট জিপিটি (Chat GPT) হচ্ছে বর্তমানে ইন্টারনেটে এবং প্রযুক্তির জগতে খুবই আলোচিত বিষয়। এর সব থেকে বড় সুবিধা হল যখন কেউ এখানে কিছু সার্চ করে তখন সে তার প্রশ্নের সরাসরি উত্তর পেয়ে যায় বিস্তারিতভাবে। আরেকটি অন্যতম চমৎকার সুবিধা হলো আপনি যখন কোনো কিছু সার্চ করে ফলাফল দেখেন এবং আপনি যদি সেই ফলাফলে সন্তুষ্ট না হন তাহলে আপনি তার তথ্য চ্যাট জিপিটি-কেও প্রদান করতে পারেন তার ভিত্তিতে ফলাফল ক্রমাগত আপডেট করা হয়। তাই কর্মক্ষেত্রে এটি সময়, ব্যয়, শ্রম ও দক্ষতার সঠিক ব্যবহার নিশ্চিত করবে।
২১. ক) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা প্রতিষ্ঠান ও দেশের নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা প্রতিষ্ঠান ও দেশের নাম যথাক্রমে থ্যালেস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স।
খ) ইনপুট ও আউটপুট উভয় হিসেবে কাজ করে এমন দুইটি ডিভাইসের নাম লিখুন।
উত্তরঃ ইনপুট ও আউটপুট উভয় হিসেবে কাজ করে এমন দুটি ডিভাইসের নাম মডেম (Modem) ও টাচ স্ক্রিন (Touch Screen )
২২. ক) Firewall কাকে বলে? আধুনিক Computer এর জনক কে?
উত্তরঃ Firewall হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। Firewall বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মিলিত প্রয়াস। Computer এর জনক চার্লস ব্যাবেজ।
খ) বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত?
উত্তরঃ বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন অবস্থিত ঝিলংজা, কক্সবাজার ও কুয়াকাটা, পটুয়াখালী।
গ) CPU এর অংশ কয়টি ও কি কি?
উত্তরঃ CPU এর অংশ তিনটি।
a. Arithmetic Logic Unit (ALU)
b. Control Unit
c. Register Memory
২৩. ক) Key Board এ F1-F12 এবং Shift, Ctrl, Alt বোতামগুলোকে কি বলা হয়?
উত্তরঃ F1 – F12 = Function Key এবং Shift, Ctrl, Alt = Modifier Key
খ. অপটিক্যাল ফাইবার সম্পর্কে টিকা লিখুন ।
অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে ইলেকট্রিকাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল করে কাজ করে এবং ডেটা আদান-প্রদানের জন্য লেজার রশ্নি ব্যবহার করে। টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলিভিশন ইত্যাদির আলোক সিগনালকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো হয়। দুটি ভিন্ন ঘনত্বের কাচের সমন্বয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। এর গতি আলোর গতির সমান
source: jobstestbd
BHBFC Written Exam Question & Solution 2023
You get BHBFC written Exam Questions and solutions on our website. We Publish all job Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, private jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Privet companies in Bangladesh, and private university Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. For example next update about update jobs circular Notice. Please stay turn to my website Dailyhotjobs.com can be for the new govt job circular. Thank you for visiting my website.