BTV Exam Question Solution. BTV Exam Question Solution 2023 has been published. Today I will share with my dear listener the Bangladesh Television Exam Question Solution. In this context, today we have found the solution to the Bangladesh Television (BTV) exam questions. We always solve all the test questions. Hopefully, the examinees benefit a lot. Take a look at the questions and solutions of the Bangladesh Television (BTV) exam held today. Always stay with this website dailyhotjobs.com. See the solution below – 

DNC Exam Question Solution

BTV Exam Question Solution is found on our website. You can all the information on the job to get more find their website use. We trust that our distributing data helps the activity searchers find superior employment. We likewise share slanting assets for learner who are re-expanding their insight. Our principal target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that permits joblessness to individuals. All the roles on this website aren’t for unemployed people but extensively utilized people too. Suggestions and question solutions for the various competitive exams are available here.

BTV Exam Question Solution

We believe our publication info helps work seekers in the United Nations agency find a higher job. We tend to conjointly share trending resources for a beginner especially since the United Nations agency is re-increasing its information. Our main target becomes a fiduciary job circular website in an Asian country by publishing an actual update that helps the state folks. We tend to Publish all Jobs Circulars every day! like government Jobs in an Asian country, Bank Jobs in an Asian country, personal Jobs in an Asian country, International NGO Jobs in an Asian country, Private Company Jobs in an Asian country, personal University Jobs in an Asian country, and different jobs news supports are accessible here on our website. For other Exam Question Solutions find our website.

Important Info:
  • Organization Name: Bangladesh Television (BTV)
  • Post Name And Vacancy:
    1. Instrumentalist – 01
    2. Still Cameraman – 01
    3. Production Associate/Production Assistant – 18
    4. Transmission/VTR Record Keeper – 02
    5. Make-Up-Artist – 03
    6. Wardrobe Assistant – 01
    7. Assistant Accountant – 04
    8. Television Technician – 18
    9. Sales Assistant – 01
    10. Teleprinter Operator – 02
    11. Accounts Assistant – 02
    12. License Inspector – 02
    13. Upper Division Assistant (UDA) – 02
    14. Steno Typist Cim Computer Operator – 02
    15. Security Inspector – 02
    16. Painting Assistant – 01
    17. Junior Television Technician/Tower Technician – 01
    18. Lighting Assistant – 08
    19. Cashier – 01
    20. Electrician – 03
    21. Pump Operator – 01
    22. Driver – 08
    23. Data Entry/Control Operator – 04
    24. Stage Hand – 08
    25. Comstume Ironer – 01
    26. OB Assistant – 03
    27. Equipment Cleaner – 04
    28. Office Sohayok – 12
    29. Security Guard – 09
    30. Gardener (Mali) – 04
    31. Cleaner – 05
  • Total Vacancy: 133
  • Exam Date: 30 December 2023
  • Exam Time: 2.00 PM

Below of BTV Exam Question Image

BTV Exam Question Solution

Below of BTV Exam Question Solution

বাংলা অংশের সমাধানঃ 

১. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলার কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?

উত্তরঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা। 

২. বাংলা ব্যঞ্জনবর্ণগুলো শুদ্ধ করে লিখুন।

উত্তরঃ 

ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
য র ল ব
শ ষ স হ
য় ড় ঢ় ৎ ং ঃ

৩. বাংলদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ৪টি লাইন শুদ্ধ করে লিখুন।

উত্তরঃ 

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—

৪. বাংলাদেশের ৪টি নদীর নাম লিখুন।

উত্তরঃ পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র 

৫. অসুস্থতার কারণে ১ দিনের ছুটি চেয়ে মহাপরিচালক বরাবরে একটি দরখাস্ত লিখুন।

উত্তরঃ 

তারিখঃ ৩০/১২/২০২৩ খ্রিঃ

বরাবর,

মহাপরিচালক

বাংলাদেশ টেলিভিশন

রামপুরা, ঢাকা।

বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারী। আমি গত ২৮/১২/২০২৩ তারিখে অসুস্থতার কারণে অফিসে উপস্থিত হতে পারেনি। আমার তীব্র অসুস্থতার কারণে আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। এমতাবস্থায় আমি সুস্থ হয়ে আবারো প্রতিষ্ঠানে ফিরতে পেরেছি।

অতএব, মহাদয়ের কাছে আমার আকুল আবেদন আমাকে গত ২৮/১২/২০২৩ তারিখে একদিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সুমর্জি কামনা করছি।

বিনীত নিবেদক,

আপনার প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারী

নামঃ মোঃ সুমন হাসান

অফিসঃ অডিট পরিদপ্তর, বিটিভি।

ইংরেজি অংশের সমাধানঃ  

৬. ইংরেজি বর্ণগুলো শুদ্ধ করে লিখুন।

উত্তরঃ 

বড় হাতের অক্ষরঃ A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

ছোট হাতের অক্ষরঃ a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

৭. আম, ফুল, কলম, মা, মাছ- এই শব্দগুলোর ইংরেজি শব্দ লিখুন।

উত্তরঃ 

আম = Mango

ফুল = Flower

কলম = Pen

মা = Mother

মাছ = Fish

৮. বাংলাদেশ সম্পর্কে ৫টি বাক্য ইংরেজিতে শুদ্ধ করে লিখুন।

উত্তরঃ 

Bangladesh is an independent sovereign country. Bangladesh was established as an independent and sovereign country in 1971. Bd is bordered by India and Myanmar. In its southern region, Bangladesh is fringed by the Sundarbans, a huge expanse of marshy deltaic forest. The most significant feature of the Bangladesh landscape is provided by the rivers.

৯. ইংরেজিতে অনুবাদ করুন।

(ক) আমার নাম সফিক। = My Name is Sofiq.

(খ) আমি একজন মালি। = I am a gardener.

গণিত অংশের সমাধানঃ  

১০. যোগ করুন। ২৭+২৩+১০=?

উত্তরঃ ৬০ 

১১. বিয়োগ করুন। ১০০০০-৯৯৯৯=?

উত্তরঃ ১ 

১২. কথায় লিখুন: ২৩৫৭০

উত্তরঃ তেইশ হাজার পাঁচশত সত্তর 

১৩. অঙ্কে লিখুন: বার হাজার পাঁচশত দশ

উত্তরঃ ১২৫১০ 

১৪. করিম সাহেব ১০০০ টাকা নিয়ে বাজারে গিয়ে ৩০০ টাকার মাছ, ৭৩ টাকার সবজি ও ১২৯ টাকার ফল কিনলেন। বাজার শেষে করিম সাহেবের কাছে আর কত টাকা অবশিষ্ট থাকবে?

উত্তরঃ ৪৯৮ টাকা 

১৫. ১০০ টাকার ১ বছরের সুদ ২০ টাকা হলে ১০০০ টাকার ২ বছরের সুদ কত হবে?

উত্তরঃ ৪০০ টাকা 

১৬. আড়াই ফুটে কত ইঞ্চি?

উত্তরঃ  ৩০ ইঞ্চি

১৭. একটি বর্গক্ষেত্রের একটি বাহু ১০ মিটার হলে, বর্গক্ষেত্রটির আয়তন কত?

উত্তরঃ ১০০ বর্গমিটার। 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ 

১৮. বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কত তারিখে?

উত্তরঃ স্বাধীনতা দিবস = ২৬ শে মার্চ,  বিজয় দিবস = ১৬ ডিসেম্বর 

১৯. বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে ৪টি বাক্য লিখুন।

উত্তরঃ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম শুরু করে ১৯৬৪ সালে। এটি বিশ্বের প্রাচীনতম বাংলা ভাষার টেলিভিশন সংস্থা। বাংলাদেশ টেলিভিশন দুটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র এবং ১৪টি রিলে কেন্দ্র চালায়। ২০০৪ সালে এটি স্যাটেলাইটে বিটিভি ওয়ার্ল্ড এর উদ্বোধন করে।

২০. বাংলাদেশের জেলার সংখ্যা ও বিভাগের সংখ্যা কতটি?

উত্তরঃ বাংলাদেশের জেলার সংখ্যা ৬৪টি। বাংলাদেশের বিভাগের সংখ্যা ৮টি 

২১. বাংলাদেশের জাতীয় পতাকার রঙ দুটি কি কি?

উত্তরঃ লাল ও সবুজ 

Source: www.jobstestbd.com

BTV Written Question & Answer 2023

You get the BTV Written Exam Questions Solved on our website. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, private jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Privet companies in Bangladesh, and private university Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with some effective information or resources and tips that help get a job easily. For example, the next update about the jobs circular Notice. Please stay turn to my website Dailyhotjobs.com can be for the new govt job circular. Thank you for visiting my website.

See More::

Scroll to Top