Primary Teacher Exam General knowledge Suggestion. Primary Teacher Exam General knowledge Suggestion 2022 has been published. The recruitment test for the post of primary assistant teacher is going to be held this year. Before the exam, the examinees are scared about the exam preparation. So today we will share some important questions. Which will be useful in the next test. So let’s get started without delay.
Primary Teacher Exam General knowledge Suggestion. Primary Assistant Teacher Written exam date & time will publish on its official website. You can all information on Govt jobs to get more find about their website use. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re-expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a real refresh that permits joblessness to individuals. All the roles on this website aren’t for unemployed people but extensively utilized people too. all kinds of suggestions, question solutions for the various competitive exams are available here.
Table of Contents
Primary Teacher Exam General knowledge Suggestion
Assistant Teacher job circular finds on our website. We believe that our publication info helps the work seekers United Nations agency are finding a higher job. We tend to conjointly share trending resources for a beginner especially the United Nations agency is re-increasing their information. Our main target becomes a fiduciary job circular website in an Asian country by publishing an actual update that helps the state folks. We tend to Publish all Jobs Circulars every day! like government Jobs in an Asian country, Bank Jobs in an Asian country, personal Jobs in an Asian country, International NGO Jobs in an Asian country, personal Company Jobs in an Asian country, personal University Jobs in an Asian country, and different jobs news supports are accessible here on our website.
Important Info:
- Organization Name: Directorate of Primary Education (DPE)
- Post Name: Assistant Teacher
- Total Vacancy: 32577 (more or less)
- Pre-Primary Vacancy: 25630 (more or less)
- Primary Vacancy: 6947 (more or less)
- MCQ Exam Date (1st to 5th Phase): April 2022
See More:
- Primary Assistant Teacher Previous Question
- Primary Assistant Teacher Exam Date 2022
- Primary Assistant Teacher Exam Date & Admit Card
- Primary Assistant Teacher Exam English Suggestion
প্রাথমিক_শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরে আসা বাছাইকৃত প্রশ্নগুলো থেকে কিছু তুলে ধরবো।
সাধারণ জ্ঞানঃ
বাংলাদেশ: সাম্প্রতিক বিশ্ব থেকে প্রশ্ন বেশি আসে। বাংলাদেশ অংশে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসে।
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে।
সাধারণ বিজ্ঞান:
সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে।
অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতীয় উপমহাদেশের ইতিহাস, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্ন করা হয়। প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বিষয়ক বিভিন্ন বই বা পত্রিকা থেকে অনুশীলন করতে হবে
✬প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ
✬প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: হনসু।
✬প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর: ১৭ মার্চ।
✬প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজান।
✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান।
✬প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?
উত্তর: বেলজিয়াম।
✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।
✬প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
উত্তর: নরওয়ে-কে।
✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।
✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।
✬প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?
উত্তর: নিউজিল্যান্ড।
✬প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
উত্তর: রোম।
✬প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: ফেবো।
✬প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
উত্তর: ১১তম।
✬প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?
উত্তর: এলিসি প্রাসাদ।
✬প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন হয়?
উত্তর: ২৭০ টি।
✬প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।
✬প্রশ্ন.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৮৫ সালে।
✬প্রশ্ন: কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।
✬প্রশ্ন: জার্মানির রাজধানীর নাম কি?
উত্তর: বার্লিন।
✬প্রশ্ন: যুগ সন্ধিক্ষণের কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
✬প্রশ্ন: মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৬ সালে।
✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির কে রচনা করেন?
উত্তর: আবদুল গাফফার চৌধুরী।
✬প্রশ্ন: বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?
উত্তর: জুলাই- জুন।
✬প্রশ্ন: মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?
উত্তর: ফররুখ আহমেদ।
✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।
✬প্রশ্ন: সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তর: ৫ টি।
✬প্রশ্ন: নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কী?
উত্তর: উজ্জীবিত নওগাঁ।
✬প্রশ্ন: ইরিত্রিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: নাকফা।
✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৮৬২ সালে।
✬প্রশ্ন: ডাল গবেষণা কেন্দ্র কোথায়?
উত্তর: ঈশ্বরদী, পাবনা।
✬প্রশ্ন: নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিলেন কখন?
উত্তর: ২০০১ সালে।
✬প্রশ্ন. কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর: যুক্তরাজ্য।
✬প্রশ্ন: এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে?
উত্তর: ১৯৫৩ সালে।
✬প্রশ্ন: বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।
✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।
✬প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে?
উত্তর: উত্তর কোরিয়া।
✬প্রশ্ন: টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: মধুমতি।
✬প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ?
উত্তর: পাপুয়া নিউগিনি।
✬প্রশ্ন: সুর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তর: জাপান-কে।
✬প্রশ্ন: শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান।
✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।
✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির সুরকার কে ?
উত্তর: আলতাফ মাহমুদ।
✬প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?
উত্তর: ৫ টি।
✬প্রশ্ন: পৃথিবীর মহাদেশ সংখ্যা কয়টি?
উত্তর: ৭টি।
✬প্রশ্ন: পৃথিবীর মহাদেশগুলোর নাম কী?
উত্তর: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উওর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা।
✬প্রশ্ন: পৃথিবীর মহাসাগর কয়টি ?
উত্তর: ৫টি
✬প্রশ্ন: পৃথিবীর মহাসাগরগুলোর নাম কী?
উত্তর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উওর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।
✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।
✬প্রশ্ন: স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ?
উত্তর: ইন্দোনেশিয়া।
✬প্রশ্ন: পৃথিবীর দিনরাত সমান হয় কখন?
উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✬প্রশ্ন: আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম কী?
উত্তর: নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।
✬প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)
✬প্রশ্ন : সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা
উত্তর : ১১টি।
✬প্রশ্ন : মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামাের সর্বোচ্চ স্তর
উত্তর : বিভাগ।
✬প্রশ্ন : ঢাকা পূর্ব বাংলার রাজধানী হয়
উত্তর : ১৯৪৭ সালে।
✬প্রশ্ন : দেশের সকল প্রশাসনিক থানাকে উপজেলায় রূপান্তর করা হয়
উত্তর : ১৯৮৫ সালে।
✬প্রশ্ন : বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতাে যে প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেন
উত্তর : মহিষ।
✬প্রশ্ন : বঙ্গবন্ধুর সর্ববৃহৎ তর্জনী ভাস্কর্যের নাম
উত্তর : মুক্তির ডাক।
✬প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়
উত্তর : ১২ ডিসেম্বর ২০১৫।
✬প্রশ্ন : জাতীয় স্যানিটেশন মাস
উত্তর : অক্টোবর।
✬প্রশ্ন : রােগতত্ত্ব, রােগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা
উত্তর : ১৯৭৬ সাল।
✬প্রশ্ন : Northeast Bangladesh Economic Corridor গঠনের প্রস্তাবক
উত্তর : এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)।
✬প্রশ্ন : বর্তমানে জিআই (GI) সনদপ্রাপ্ত পণ্য
উত্তর : ৯টি।
✬প্রশ্ন : বাংলাদেশের প্রথম GI পণ্য
উত্তর : জামদানি শাড়ি; সনদ প্রদান ১৭ নভেম্বর ২০১৬।
✬প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা মিসরীয় লেখক মােহসেন আলউত্তর :আরিশির লেখা বইয়ের নাম
উত্তর : হাসিনা: হাকাইক ওয়া আসাতি।
✬প্রশ্ন : মানবদেহে ক্যান্সারের উপস্থিতি নির্ণয়ের জন্য ইন্টারফেসিয়াল বায়ােসেসিং পদ্ধতি উদ্ভাবন করেন
উত্তর : ড. আবু সিনা।
✬প্রশ্ন : ঢাকাই মসলিনের সর্বশেষ প্রদর্শনী হয়
উত্তর : ১৮৫১ সালে, লন্ডনে।
✬প্রশ্ন : বাংলাদেশের প্রথম ইসলামী বন্ড সুকুক নামে ইস্যু করা হয়
উত্তর : ইজারা সুকুক।
✬প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার
উত্তর : যুক্তরাষ্ট্র।
✬প্রশ্ন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)উত্তর :এর সদর দপ্তর
উত্তর : আগারগাঁও, ঢাকা।
✬প্রশ্ন : বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে
উত্তর : মিয়ানমারে।
✬প্রশ্ন : BEPZA যে মন্ত্রণালয়ের অধীন
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।
✬প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়
উত্তর : ৩১ মার্চ ১৯৮৬।
✬প্রশ্ন : বাংলাদেশকে গার্মেন্টস বিষয়ে প্রথম প্রশিক্ষণ প্রদান করে
উত্তর : দক্ষিণ কোরিয়ার Daewoo কোম্পানি।
✬প্রশ্ন : গার্মেন্টস ব্র্যান্ডগুলাের সংগঠন ‘অ্যাকর্ড’
উত্তর : ইউরােপীয় ইউনিয়নভিত্তিক।
✬প্রশ্ন : সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়
উত্তর : ৩০ জানুয়ারি ১৯৫২।
✬প্রশ্ন : ২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘােষণার মাধ্যমে যে আন্দোলন শেষ হয়
উত্তর : অসহযােগ আন্দোলন।
✬প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন
উত্তর : অধ্যাপক আবুল কাসেম।
✬প্রশ্ন : পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক আইন জারি হয়
উত্তর : ২৫ মার্চ ১৯৬৯।
✬প্রশ্ন : সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে
উত্তর : টংকিং উপসাগর থেকে।
✬প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাংলার ২৪ বছর’উত্তর :এর পরিচালক
উত্তর : মােহাম্মদ আলী।
✬প্রশ্ন : ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা
উত্তর : মেজর আবদুল গণি।
✬প্রশ্ন : বাংলাদেশ বিমানবাহিনীর ত্রৈমাসিক সংবাদপত্র
উত্তর : ঈগল।
✬প্রশ্ন : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৮ আগস্ট ১৯৭৬।
✬প্রশ্ন : সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও বাতিল করেন
উত্তর : রাষ্ট্রপতি।
✬প্রশ্ন : বাংলাদেশ সচিবালয় প্রথম যাত্রা শুরু করে
উত্তর : ইডেন বিল্ডিংউত্তর এ।
✬প্রশ্ন : ISSB’র পূর্ণরূপ
উত্তর : Inter Services Selection Board
✬প্রশ্ন : নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ
উত্তর : মন্ত্রিপরিষদ।
✬প্রশ্ন : প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি
উত্তর : নিকার।
✬প্রশ্ন : ‘বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইয়ের লেখক
উত্তর : আকবর আলি খান।
✬প্রশ্ন : বস্ত্র ও পাট জাদুঘর প্রতিষ্ঠিত হবে
উত্তর : রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
✬প্রশ্ন : Clean Report of Findings (CRF) হলাে
উত্তর : আমদানি বাণিজ্যে জালিয়াতি রােধ করার জন্য একটি পদ্ধতি।
✬প্রশ্ন : GSP’র পূর্ণরূপ
উত্তর : Generalized System of Preferences
✬প্রশ্ন : ওয়েস্টার্ন ইউনিয়ন হলাে
উত্তর : বৈদেশিক মুদ্রা প্রেরণের বৈধ মাধ্যম।
✬প্রশ্ন : যে ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে
উত্তর : জনতা ব্যাংক লিমিটেড।
✬প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন
উত্তর : এ. এন. হামিদ উল্লাহ।
✬প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের প্রথম সংশােধনী গৃহীত হয়
উত্তর : ১৫ জুলাই ১৯৭৩।
✬প্রশ্ন : মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক প্রধান
উত্তর : সচিব বা জ্যেষ্ঠ সচিব।
✬প্রশ্ন : বাংলাদেশের সংসদ ভবনের স্ট্রাকচারাল ডিজাইনার
উত্তর : হ্যারি এম পামবাম।
✬প্রশ্ন : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে কততম?
উত্তর : প্রথম (বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৮তম)
✬প্রশ্ন : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কয়টি ক্ষেত্রে বিশ্বে প্রথম?
উত্তর : চারটি
✬প্রশ্ন : বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পেতে হলে বছরে কমপক্ষে কত ডলার দেশে পাঠাতে হবে?
উত্তর : ১ লাখ ডলার
✬প্রশ্ন : কখন এবং কোন চা–বাগানের মাধ্যমে বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়?
উত্তর : ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা–বাগানের মাধ্যমে
✬প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা–বাগানের সংখ্যা কত?
উত্তর : ১৬৪টি
✬প্রশ্ন : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি কত নির্ধারণ করা হয়েছে?
উত্তর : ১০ এমবিপিএস
✬প্রশ্ন : জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবসের পরিবর্তিত নাম কী?
উত্তর : ডিজিটাল বাংলাদেশ দিবস
✬প্রশ্ন : ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় করা আন্দোলনটির নাম কী?
উত্তর : ইয়েলো ভেস্ট আন্দোলন
✬প্রশ্ন : নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম?
উত্তর : ইসরায়েল
✬প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্যকেন্দ্র কোথায়?
উত্তর : নেদারল্যান্ডসের আলসমিরে
✬প্রশ্ন : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামটি ওয়ানডে ক্রিকেটের কততম স্টেডিয়াম?
উত্তর : ২০০তম স্টেডিয়াম
✬প্রশ্ন : ব্যাংকমালিকদের সংগঠনের নাম কী?
উত্তর : বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস)
✬প্রশ্ন : বঙ্গবন্ধু শিল্পনগরের আকার কত?
উত্তর : ৩০ হাজার একর (এটি চট্টগ্রামের মিরসরাই এবং ফেনী ঘিরে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ শিল্পনগর)
✬প্রশ্ন : ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠনের নাম কী?
উত্তর : এবিবি (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স)
✬প্রশ্ন : শান্তিতে নোবেল পাওয়া ইরাকি তরুণী নাদিয়া মুরাদের বয়স কত?
উত্তর : ২৫ বছর (যা শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ। প্রথম অবস্থানে আছেন মালালা ইউসুফজাই। তিনি নোবেল পেয়েছিলেন ১৭ বছর বয়সে)
✬প্রশ্ন : ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের নাম কী?
উত্তর : ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)
✬প্রশ্ন : বিশ্বব্যাংকের হিসাবমতে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষস্থানে কোন দেশ?
উত্তর : ভারত
✬প্রশ্ন : সম্প্রতি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৪) কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : পোল্যান্ডের কাতোভিচ শহরে
✬প্রশ্ন : কোন কোন দেশ জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল)?
উত্তর : বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত
✬প্রশ্ন : শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্নের চারুকলা কখন এবং কী নামে যাত্রা শুরু করে?
উত্তর : ১৯৪৮ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব ফাইন আর্টস নামে
✬প্রশ্ন : মা গো ভাবনা কেন/আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’—মুক্তিযুদ্ধবিষয়ক গানটির রচয়িতা কে?
উত্তর : গৌরীপ্রসন্ন মজুমদার
✬প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : তৃতীয় (ভারত ও পাকিস্তান যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে)
✬প্রশ্ন : সম্প্রতি ব্রিটেন কর্তৃক বাতিল হওয়া গোল্ডেন ভিসার সুবিধার আওতায় কোন দেশগুলো ছিল?
উত্তর : চীন, রাশিয়া ও ভারত
✬প্রশ্ন : সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির কী নাম দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
উত্তর : হংসবলাকা।
✬প্রশ্ন : সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক মালালা ইউসুফজাইকে দেওয়া পুরস্কার কোনটি?
উত্তর : গ্লাইটম্যান সিটিজেন অ্যাকটিভিস্ট
✬প্রশ্ন : গ্লোবাল কার্বন প্রজেক্টের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে জীবাশ্ম জ্বালানি ও শিল্পকারখানা কার্বন নিঃসরণ কত বাড়তে পারে?
উত্তর : ২ দশমিক ৭ শতাংশ
✬প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কত সময়ের ব্যবধানের মধ্যে বিশ্বের কোথাও না কোথাও একজন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়?
উত্তর : প্রতি ২৪ সেকেন্ডে
✬প্রশ্ন : মিস ইউনিভার্স ২০১৮–এর (৬৭তম আসর) চ্যাম্পিয়ন কে?
উত্তর : ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে
DPE Exam Admit Card Download
In conclusion, for the next update about the Directorate of Primary Education Circular Notice. Admit Card download published from Directorate of Primary Education notice also found on my website. The Directorate of Primary Education MCQ Exam date will publish next month. Then Admit Card will be published nowhere.
Admit Card Download
Below of Original Circular Image
Primary Teacher Exam GK Preparation
DPE Assistant Teacher Post Written date notices already published & you got them on our website. We Publish all job Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Privet Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Privet companies in Bangladesh, Privet universities Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs results in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. For example next update about update jobs circular Notice. Please stay turn to my website Dailyhotjobs.com can be for the new govt job circular. Thank you for visiting my website.